
সারোয়ার জাহান বিপ্লব: রাজশাহী কিশোর ফুটবল একাডেমির ৬৫ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বুট প্রদান করেছেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বুট বিতরণ করেন রাসিক মেয়র।
এ সময় রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি সাবেক ফুটবলার আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেট, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।