Saturday, June 10, 2023

মোহনপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ পুকুর খননের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা মীরপুর গ্রামে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একই গ্রামের আবুল হোসেন ও জাহিরুল ইসলাম নামের ব্যক্তিকে তিন ফসলি জমিতে পুকুর খনন ও মাটি বহনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যামান আদালত সূত্রে জানা গেছে, উপজেলা মীরপুর পুর্ব পাড়া বিলে এলাকার মৃত জহির প্রামানিক ছেলে আবুল হোসেন ও পরিজুন পাড়া গ্রামের মৃত ইনসান আলী ছেলে জাহিরুল ইসলাম তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করে মাটি বিক্রি করা অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজোহুরা গত ১৯ মার্চ অভিযান চালিয়ে দুটি (কাকরা) ট্র্যাষ্টর আটক করে এবং ২০ মার্চ ভ্রাম্যামান আদালতে মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ পুকুর খনন করবে না এবং রাস্তা পুকুরের মাটি বহন করবে না শর্তে ছেড়ে দেয়া হয় ।

কিন্তু এই আদেশ অমান্য করে মঙ্গলবার পুনরাই পুকুর খনন ও মাটি বিক্রি অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জমিমানা করেন এবং পুকুর ভরাটের নির্দেশ দেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়