Saturday, June 10, 2023

রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা কারেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, শ্রী পলান চন্দ্র কটু (৪৫)। তিনি রাজশাহীর মোহনপুর থানার খাড়তা গ্রামের মৃত লক্ষণের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, আসামি কটু ওই শিশুর বাবাকে ভাই বলে ডাকতেন। এ সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল তার। এরমধ্যে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ওই শিশুকে কিছু খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেন। এরপর তার বাবা মোহনপুর থানায় মামলা করেন।কল

মিতা বলেন, সেই মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়