
নিউজ রাজশাহী ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সাবেক ছাত্রলীগের সভাপতি আমিনুল হক টুলু সহ উভয় পক্ষের আহত ১০ জন।
জানা যায়, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হওয়াকে কেন্দ্র করে। একপক্ষের আনন্দ মিছিল ও অপরপক্ষের প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিতে থাকে। ইফতার পরবর্তী সময়ে দু’পক্ষই মুখোমুখি অবস্থান নিলে বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে ছাত্র লীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু গুরুতর আহত হয়েছেন তার দু’হাতে চারটি সেলাই ও তার ভাতিজা গোলাম রাব্বানীর মাথা ফেটেছে। পরবর্তীতে পুলিশ উভয় পক্ষকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি বর্তমানে সকলে শান্ত রয়েছে।