Saturday, June 10, 2023

রাজশাহীতে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বদেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিনিটি প্রষ্ঠিানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উমরপুর বাজারে একটি দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা , ভূগরইল বাজারে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা এবং রাজশাহী সাহেব বাজারে আমজাদ স্টোরে ভারতীয় পণ্যর আমদানি কারক প্রতিষ্ঠানের সীল ও মোড়ক না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

এই ধরনের অভিযান অব্যাহত থাকার কথা জানানা ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়