9.5 C
New York
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া চাল, ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২২ মার্চ গাইবান্ধা থেকে একটি ট্রাকে করে ৪০০ বস্তা আতপ চাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিকে যাচ্ছিলেন।
এসময় সদর উপজেলার বাইপাস সড়কের ইকরতারা স্থানে রাত ১টার দিকে ডাকাত দল সড়কে গাছের গুড়ি ফেলে ট্রাকটিকে থামিকে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে পাশে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ডাকাতরা ট্রাকটি নিয়ে চলে যায়।

ভোরে চালক ও হেলপার কৌশলে তাদের হাতের বাঁধন খুলে তারা আশেপাশের মানুষকে জানালে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে এই বিষয়ে সদর থানায় একটি মামলা দয়ের হলে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেন।
তিনি বলেন, তদন্তের এক পার্যায়ে বগুড়ার শেরপুরের রানিরহাটে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তি এবং সোর্সকে কাজের লাগিয়ে জানা যায়, ডাকাতিকৃত চাল শেরপুর থানার একটি গোডাউনে আনলোড করা হয়েছে।

পরে ২৮ মার্চ সেখানে অভিযান চালিয়ে ডাকাতিকৃত চালের ২ ক্রেতাকে গ্রেপ্তার করা হয় এবং তাদেও দেওয়া তথ্যমতে ডাকাতির সাথে জড়িত সোহাগের বাড়ি থেকে ৯০ বস্তা চাল ও সদরের নিশিন্দারা থেকে ২০ বস্তা চাল উদ্ধার করা হয়।
এছাড়াও ২৯ মার্চ একই জেলার কাহালু থেকে শাজির উদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করে ১১১ বস্তা চাল উদ্দার করা হয়। এরপর ডাকাত জিয়াকে নিয়ে কাহালু ও জয়পুরহাট জেলার আক্কেলপুর ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাজাহন ও মেহেদী, ইউসুফকে গ্রেপ্তার করার পর তাদেরকে আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারা জবানবন্ধি দেয়।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত ৩০ মার্চ রাতে আবারও বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত মাহফুজ, রাজু পালোয়ান এবং রতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাজু পালোয়ানকে নিয়ে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত হাটিকুমরুল এলাকার শরিফকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে ১১১ বস্তা চাল বিক্রির ১ লাখ ১৬ হাজার ৪৫০ টাকা তার নিকট থেকে জব্দ করা হয়। এছাড়াও ডাকাতের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করতেন। এদের মধ্যে জিয়া, আব্দুল মজিদ, মেহেদী, রতন ও রাজু পালোয়ানের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। ডাকাতির সাথে আরও কেউ জড়িত আছে কি না সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে জেলার পোরশা উপজেলার সরাইগাছী-আড্ডা তাইতর মোড়ে বাঁশ বোঝাই ট্রলি দিয়ে পথরোধ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাববি খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading