
মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) জনাব মোঃ সোলেমান আলী লালমনিরহাট জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ সেরা শ্রেণি শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী স্বাক্ষরিত শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বাছাই তালিকা সূত্র, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়): লালমনিরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ সোলেমান আলী।
উল্লেখ্য, রংপুর বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ পুরস্কার উপলক্ষে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, অধ্যক্ষ বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। .