26.5 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

বগুড়ায় একাধিক মাদক মামলার আসামীরা সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:- বগুড়া শেরপুর থানার একাধিক মাদক মামলার আসামী নয়ন ও মজনু কর্তৃক দৈনিক আলোকিত সকাল পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধির উপর হামলা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়। মিম নামের একজন অটোরিক্সা চালককে মাদকসেবী মজনু ফোন দিয়ে রিক্সা রিজার্ভ ভাড়া করে এবং সেই অটোরিক্সাটি শাজাহানপুর থানার গোহাইল গ্রামে নয়নের বাসায় পাঠিয়ে দেয়।

নয়নের বাসার ভিতরে ঢুকলে কথার ছলে তাকে আটকিয়ে তার অটোরিক্সাটি চুরি করে সরিয়ে ফেলে এবং বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপন করতে থাকে এবং মিমকে বাড়ীতে রেখে যায়।
মিম সম্পর্কে সাংবাদিক রাজ্জাকের চাচাতো ভাই হওয়ায় ঘটনার বিষয়টি সাংবাদিক আব্দুর রাজ্জাক কে জানালে সাংবাদিক রাজ্জাক উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য খোজ খবর নেওয়ায়।
মজনু ও নয়ন উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে যায় এবং এরই ধারাবাহিকতায় ২১/০৫/২০২৩ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকার সময় সাংবাদিক আব্দুর রাজ্জাক নিজ বাড়ী থেকে শ্বশুরবাড়ী যাওয়ার পথে শেরপুর পৌর শিশুপার্কে পৌছালে মাদকসেবী মজনু ও নয়ন তার দলবল সাংবাদিককে দেখা মাত্র অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে।

সাংবাদিক ও আশপাশের লোকজন তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু বের করে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

সরেজমিনে জানা যায় মোঃ মজনু মিয়া, পিতা: মোঃ বাদশা মিয়া ও মোঃ নয়ন শেখ, পিতা: মোঃ আসাদুল শেখ, উভয় সাং- উত্তর সাহাপাড়া, থানা: শেরপুর, জেলা: বগুড়া প্রকৃত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, তাদের নামে শেরপুর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়