Tuesday, June 6, 2023

বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানের পিতা আব্দুল জাব্বারের মৃত্যুতে খায়রুজ্জামান লিটনের শোক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানের পিতা আলহাজ্ব আব্দুল জাব্বার (১০৭) এর মৃুত্যতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইএম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

বাদ জোহর রাজশাহী কোর্ট জামে মসজিদে মরহুম আব্দুল জাব্বার-এর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহী নগরীর কোর্ট এলাকা নিবাসী আব্দুল জাব্বার মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজ শেষে মহিষবাথান গোরস্থানে তাকে দাফন করা হয়।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়