22.1 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

চাঁপাইনবাবগঞ্জের ৪০ চাষি জিআই আম উৎপাদনে স্বীকৃতি পেতে যাচ্ছেন

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টারচাঁপাইনবাবগঞ্জের ভৌগোলিক

নির্দেশক পণ্যে (জিআই) আম উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন জেলার ৪০ জন খিরসাপাত আম চাষি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভৌগোলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা জানান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান।

এর আগে সকালে জিআই খিরসাপাত আম উৎপাদনকারীর স্বীকৃতি দিতে জেলার ৪০ জন আম চাষির নাম রেজিস্ট্রেশন করা হয়।

সেমিনারে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান বলেন, সরকারের প্রচেষ্টায় জিআই পণ্য খিরসাপাত আম উৎপাদনকারী নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে উৎপাদনকারীদের দোর গোড়ায় এসে সেবা প্রদানের উদ্বোধন হলো। এতে চাষিরা লাভবান হবেন। আরও উন্নত হবে চাঁপাইনবাবগঞ্জে খিরসাপাত আম চাষ।

তিনি আরও বলেন, জিআই পণ্য হিসেবে খিরসাপাত আমের ব্র্যান্ডিং প্রক্রিয়া আরও বাড়বে। এতে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম দেশ ও বিদেশে আরও পরিচিত বারবে। এমনটা হলে উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পাবেন।

সেমিনারে বক্তব্য দেন- পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়্যাত ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়