স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয় পেয়েছেন।
জায়েদা খাতুন গাজীপুর সিটির সাবেক ও বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের মা। ছেলের পরে মা সিটি করপোরেশনের মেয়র হয়েছেন, এমন নজির এই প্রথম। এ ছাড়া নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভীর পরে জায়েদা খাতুনই নারী হিসেবে দেশের কোনো সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেয়া হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। ভোটের চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হয় রাত দেড়টা পর্যন্ত। এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, ৪৮০টি কেন্দ্রে জায়েদা খাতুন মোট ভোট পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭। সে হিসাবে আজমত উল্লাকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন জায়েদা খাতুন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক বাসা নং: ০২৪৪/০৩, ওয়ার্ড নং: ১৯, ছোট বনগ্রাম, চন্দ্রিমা, রাজশাহী, বাংলাদেশ থেকে প্রকাশিত।