
রতন কুমার রায়, রাজারহাট উপজেলা প্রতিনিধি: শুক্রবার (২৬মে) সকাল ১০ ঘটিকায় রাজারহাট প্রেসক্লাব চত্বরে হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের সমন্বয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি রতন কুমার রায়, রংপুর বিভাগীয় প্রচার সম্পাদক সুজন কুমার রায়, যুব মহাজোট কুড়িগ্রাম জেলা শাখার দপ্তর সম্পাদক জর্নাদন চন্দ্র সরকার, কোষাধক্ষ্য কাজল চন্দ্র রায়, উমরমজিদ ইউনিয়ন এর সভাপতি সুজন শর্মা, সাধারণ সম্পাদক বিদুৎ চন্দ্র রায়, কার্যকরী সদস্য নকুল চন্দ্র রায় , রাজারহাট যুব মহাজোট শাখার ধর্ম বিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, রাজারহাট শাখার ছাত্র মহাজোটের যুগ্ম আহবায়ক শান্ত কুমার,সহ অর্ধশত কর্মী উপস্থিত ছিলেন ।
উক্ত মানববন্ধনে সভাপতি যে সকল দাবিদাওয়া গুলো তুলে ধরেন প্রথমত হিন্দু আইন পরিবর্তন সরকার কখনো যেন হস্তক্ষেপ না করে এবং যদি হস্তক্ষেপ করে সমগ্র হিন্দু সমাজ আগামী নির্বাচনে ভোট বর্জন করবে এমনকি কঠোর কর্মসূচি ঘোষণা করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি সংখ্যালঘু সংরক্ষণ আইন প্রণয়ন এর বাস্তবায়ন করতে হবে সংসদে সংরক্ষিত আসন চাই।
আরও কিছু দাবি-দাওয়া উত্থাপন হয়। শেষে বাজারের মূল পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন।