Wednesday, September 27, 2023
AdvertismentGoogle search engineGoogle search engine

রাবি’তে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা

হৃদয় পারভেজ, স্টাফ রিপোর্টার রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা।

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করেছেন। এরমধ্যে ছয়টি মতিহার এবং একটি চন্দ্রিমা থানায়। আমরা এপর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছি।

এরমধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ৩৮ তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত।

জানা গেছে, গ্রেপ্তার বিসিএস নন-ক্যাডার কর্মকর্তার নাম শেখ আবু হানিফ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রুপম সরকারের হয়ে প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়