26.5 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

রাজশাহীতে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস করায় যুবকের জেল

সারোয়ার জাহান বিপ্লব:-

প্রেমিকার বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করার অপরাধে নাটোরের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিজানুর রহমান ওরফে বাবু। তিনি নাটোরের সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, নাটোরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আসামি মিজানুরের। কিন্তু মিজানুর বখাটে বলে তার সঙ্গে ওই তরুণীর বিয়ে দেয়নি পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে মিজানুর গত বছরের ২৩ মে গোপনে তোলা ওই তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার তদন্ত করে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত মামলার রায় ঘোষণা করলেন।

আইনজীবী ইসমত আরা জানান, আলাদা দুটি ধারায় আসামি মিজানুরকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রতি এক লাখের জন্য আরও তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর দুটি ধারার কারাদণ্ড একসঙ্গে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়