Thursday, September 28, 2023
AdvertismentGoogle search engineGoogle search engine

রাজশাহী নগরে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে জিল্লুর রহমান নামের এই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারানা। নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে।

শাহ মুখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জিল্লু সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন। পথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোটরসাইকেলকে ধাক্কা দেয়া বাস সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়