
নিজস্ব প্রতিনিধি, দূর্গাপুর: দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এক চাউলের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার রাতে কয়ামাজমপুর স্কুল মাঠে চাউলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক কয়ামাজমপুর গ্রামের মৃত আজাহার মেম্বারের ছেলে হিটলার আলী লিখিতো অভিযোগ দিয়েছে দূর্গাপুর থানায়।
দোকান মালিক হিটলার আলী জানান, গত রোববার রাতে ১০ টার দিকে দোকানে তালা মেরে বাড়ি চলে যায়। সোমবার সকালে দোকান খুলতে গেলে দেখি দোকানের তালা ভাঙ্গা এবং দোকানে ৩০০ বস্তা চালের মধ্যে ৬৫ বস্তা চাল নেই।
তিনি জানান, দোকানে মোট ৩০০ বস্তা চাল ছিলো। এর মধ্যে নজরুলের ২৮ ৬৫ বস্তা চাল চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। কয়ামাজমপুর গ্রামের এক দোকানের সিসি ফুটেজে দেখা যায়, একটি ছোট ট্রাক গভীর রাতে তাহেরপুরের দিক থেকে আসে এবং কিছু ক্ষণ পরে আবার ট্রাকটি তাহেরপুরের দিকে রাস্তা দিয়ে চলে যায়। তবে ট্রাকের নাম্বার প্লেট বোঝা যাচ্ছে না সিসি ফুটেজে। ধারণা করছি চোর চক্রের সদস্যরা ট্রাক নিয়ে দোকানের সামনে রেখে দোকানের তালা ভেঙ্গে ওই ট্রাকে করে নিয়ে গেছে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এ ঘটনায় দোকান মালিক লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে একটি চক্র পরিকল্পিতভাবে এমন চুরির ঘটনা ঘটিয়েছে।