Thursday, September 28, 2023
AdvertismentGoogle search engineGoogle search engine

মোহনপুরে গৃহবধূকে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার মুর্শিদপুর গ্রামে এক গৃহবধূকে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১২ টার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করান।

আহত গৃহবধুর অভিযোগ, স্বামী ও শাশুড়ী মিলে প্রায়ই টাকার জন্য ওই গৃহবধুকে মারধোর করে। শনিবার রাতেও তারা আমাকে এলোপাতাড়ি মারধোর করতে থাকলে আমি বিষয়টি আমার পরিবারকে জানায়, পরে আমার ভাই নজরুল ইসলাম থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।

পুলিশের গাড়ি বাড়ির কাছে আসা মাত্রই তারা আমাকে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মোহনপুর থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, গৃহবধূ নির্যাতনের খবর পেয়ে এবং অভিযোগের ভিত্তিতে আমরা গিয়ে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

এ বিষয়ে গৃহবধুর স্বামী আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়