26.5 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

বাবার মোটরসাইকেলে বসে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু রাফাতের

নিউজ রাজশাহী :- পাবনার ঈশ্বরদীতে মা–বাবার সঙ্গে মোটরসাইকেলে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল আট বছরের শিশু রাফাত হোসেন। পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাফাতের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নতুনহাট গ্রীণসিটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফাত পাকশী ইউনিয়নে উত্তর বাঘইল গ্রামের বাচ্চু প্রামানিকের ছেলে। এ ঘটনায় তাঁর মা–বাবা আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে বাচ্চু প্রামানিক তাঁর ছেলে ও স্ত্রী রওশন আরাকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনজন ছিটকে পড়েন। রাফাত ঘটনাস্থলেই নিহত হন। । পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজন জরুরি বিভাগের চিকিৎসাধীন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়