26.5 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

আজকাল কোনো স্ক্রিপ্টই ভালো লাগছে না: মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘দামাল’, ‘পরাণ’ এর মতো সিনো করে পর্দা মাতিয়েছেন তিনি। সবশেষ গত ২২ সেপ্টেম্বর অভিনেত্রীর ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বেশ সরব থাকের সামাজিক যোগাযোগমাধ্যমেও। এরই ধারাবাহিকতায় বেশ কিছু পোস্ট করেছেন মিম।

আর মিমের সম্প্রতি দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘কোনো স্ক্রিপ্টই কেন জানি আজকাল ভালো লাগছে না। সবই খুব সাধারণ, চাই এমন কিছু করতে যা কিনা নেক্সট লেভেলে।’

এর পরের দিনই অভিনেত্রী আরও একটি পোস্ট করেন। সেই পোস্টেও একটি ছবি দিয়ে মিম লেখেন, ‘পরাণ-এর অনন্যা অথবা দামাল-এর হাসনার মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিলো নতুন কিছু করার। কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।’

এখানেই শেষ নয়, পরে একটি ছোট ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানেও একই অভিযোগ করেন মিম। তবে ওই ভিডিওর সঙ্গে রয়েছে একটি কোম্পানির লোগো। যেটা দেখে কিছুটা বিজ্ঞাপনের আঁচ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এ সিনেমায় মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। তার বিপরীতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।
রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়