
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘দামাল’, ‘পরাণ’ এর মতো সিনো করে পর্দা মাতিয়েছেন তিনি। সবশেষ গত ২২ সেপ্টেম্বর অভিনেত্রীর ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বেশ সরব থাকের সামাজিক যোগাযোগমাধ্যমেও। এরই ধারাবাহিকতায় বেশ কিছু পোস্ট করেছেন মিম।
এর পরের দিনই অভিনেত্রী আরও একটি পোস্ট করেন। সেই পোস্টেও একটি ছবি দিয়ে মিম লেখেন, ‘পরাণ-এর অনন্যা অথবা দামাল-এর হাসনার মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিলো নতুন কিছু করার। কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।’
এখানেই শেষ নয়, পরে একটি ছোট ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানেও একই অভিযোগ করেন মিম। তবে ওই ভিডিওর সঙ্গে রয়েছে একটি কোম্পানির লোগো। যেটা দেখে কিছুটা বিজ্ঞাপনের আঁচ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।