
নিউজ রাজশাহী ২৪: রোববার ১২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৩০ টায় আরএমপি ট্রেনিং স্কুলে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ব্যবহারিক ও ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় তিনি সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের স্বাগত জানান। সেই সাথে কোর্সটির গুরুত্ব উল্লেখপূর্বক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব সালমা সুলতানা আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মো: হাফিজুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কোর্সে অংশগ্রহণকারী সদ্য যোগদানকৃত কনস্টেবলবৃন্দ।