20.7 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

নৌকার মাঝি হতে চান মাহিয়া মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরই অংশ হিসেবে শনিবার (১৮ নভেম্বর) দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এ নায়িকা।

মাহি জানান, বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার (মাহিয়া মাহি) পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর তিনি উপস্থিত থেকে ফরম জমা দেবেন।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন মাহি। গত ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছিলেন মাহি।

মাহিকে বেশ কিছুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সে সময় বিভিন্ন সমাবেশেও অংশ নিয়েছেন তিনি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রির প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৭৪টি। শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, সরাসরি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এক হাজার ৬০টি। অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৪টি।

বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা বিভাগে ২১৪, চট্টগ্রামে ২০১, সিলেটের ৫৫, রাজশাহীর ১৭৬, খুলনার ১২৫, বরিশালের ৭৫, ময়মনসিংহের ১০৫  এবং রংপুর বিভাগের ১০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়