22.3 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

রাজশাহীতে সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, মেহেদী হাসান :- রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় একটি সরকারি গাড়ি লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার ২১ নভেম্বরে, ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭ টার দিকে হাত বোমা বিস্ফোরণ করে দূর্বৃত্তরা।

রেলগেট এলাকার চা বিক্রেতা সেলিম হোসেন জানান, আমি দোকানে চা বানাচ্ছিলাম, রাস্তায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস রাখা ছিলো। আর রাস্তা দিয়ে একটি সরকারি পিজ গাড়ি যাচ্ছিল, এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পায় এবং আশপাশের এলাকা ধোয়ায় অন্ধকার হয়ে যায়। আতঙ্কে লোকজন নিরাপদে সরে যায়।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, বাংলাদেশ রেশম বোর্ডের মহাব্যবস্থাপক ওই দিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে তিন দৃর্বৃত্ত ওই গাড়িটি লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যায়। কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়