12.3 C
New York
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীর ৬টি আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ রাজশাহী ২৪: উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীতে রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

রাজশাহী জেলা প্রশসক ও রিটানিং অফিসার শামীম আহমেদ জানান, ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলন করা হয় ৬৪টি। তবে জমা পড়েছে ৫৮টি মনোনয়নপত্র। এর মধ্যে দুইটি মনোনয়নপত্র জমা পড়েছে অনলাইনে।

তিনি বলেন, রাজশাহী-১ আসনে ১১টি, রাজশাহী-২ আসনে ১৩টি, রাজশাহী-৩ আসনে ১১টি, রাজশাহী-৪ আসনে ৭টি, রাজশাহী-৫ আসনে ৭টি ও রাজশাহী-৬ আসনে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বেলা ১১টার দিকে রিটার্নং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নৌকার টিকিট বঞ্চিত রাজশাহী-৩ আসনে এমপি আয়েন উদ্দিন।

একই সময় রাজশাহী-৫ আসনে পুঠিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবার নৌকা বঞ্চিত এমপি ডা. মনসুর রহমান। তিনি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবাইদুর রহমানসহ সাতজন।

বেলা ১১টার দিকে বাগমারায় সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন নৌকার টিকিট বঞ্চিত এমপি এনামুল হক। এ ছাড়াও বিকেলে নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব মনোনয়নপত্র জামা দিয়েছেন।

দুপুরের পর রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন রাজশাহী-১ আসনের তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়শা আক্তার জাহান ডালিয়া, চিত্রনায়িকা মাহিয়া মাহি, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি ও আখতারুজ্জামান আখতার। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে গোদাগাড়ীতে মনোনয়নপত্র দাখিল করেন বিএনএম প্রার্থী সামসুজ্জামান বাবু।

এছাড়াও রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রাজশাহী সদর আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলীসহ ১৩ জন প্রার্থী।

অপরদিকে, রাজশাহী-৬ আসনের বাঘায় মনোনয়নপত্র জমা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি ছাড়াও চারঘাটে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি রায়হানুল হক রায়হান।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading