24.9 C
New York
বুধবার, মে ৮, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

ডিলিট হওয়া ফোন নম্বর ফিরে পাবেন যেভাবে

অনেকেই বিশেষ কিছু প্রয়োজনীয় নম্বর মোবাইল ফোনে সেভ করে রাখেন। কিন্তু ভুল করে তা অনেক সময় ডিলিট হয়ে যায়। তবে অনেকেই জানেন না ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়।  তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।

. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।

. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।

. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।

. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।

. তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই  ডিলিট হওয়া  সমস্ত কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।

ব্যাকআপ থেকে যেভাবে ফিরিয়ে আনবেন

১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।

২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন।

৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।

৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading