Thursday, June 8, 2023

গোদাগাড়ীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ আঁখি আক্তার নওগাঁ নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে।

জানা যায়, প্রেম থেকে বিয়ে হয় মৃত বজলুর রহমানের ছেলে সাগরের সাথে।কিন্তু বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক নির্যাতন করতেন সাগর।
অত্যাচার সহ্য করতে না পেরে আঁখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী তাকে কয়েক দফা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন।
অবশেষে সোমবার (২১ নভেম্বর) সাড়ে চারটার দিকে গলায় ফাঁস দিয়ে আক্তহত্যা করে গৃহবধূ আঁখি আক্তার।

খবর পেয়ে সোমবার গৃবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে গ্রেরণ করে পুলিশ।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার গলায় ফাঁস দেয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়