
আকাশ সরকারঃ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ১২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ১০:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজারের পশ্চিমে জনৈক মুক্তিযোদ্ধা মেসতার মেম্বার মার্কেটের পশ্চিমে কমলাকান্তপুর সাকিনস্থ জনৈক মোক্তার বিশ্বস এর আম বাগানে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা-৫ কেজি মোবাইল ফোন- ৩ টি এবং সীমকার্ড- ৫টি সহ আসামী মোঃ সেরাফত আলী (৬২), পিতা-মৃত আলমাছ মন্ডল, সাং-হাটরামচন্দ্রপুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, মোঃ উজ্জল হোসেন (৩৯), পিতা-মৃত সদর আলী, সাং-কমলাকান্তপুর, থানা-শিবগঞ্জ, উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে এবং গ্রেফতারকৃত আসামীর পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।