
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী জেলা ডিবি পৃথক দুই অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম্যে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার, এসআই মাহাবুব আলমসহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় বৃহস্পতিবার চারঘাট মডেল থানা এলাকা অভিযান চালায়।
এসময় নাসির আলী (৩১), পিতা-মৃত ইনতাজ আলী, সাং-পূর্ব হোজারপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ও লালন আলী (২৬), পিতা-মোঃ রমজান আলী, সাং-বালুদিয়ার এবং সাব্বির হোসেন (২৪), পিতা-মৃত নাজমুল সরকার, সাং-পূর্ব হোজারপাড়া, উভয় থানা-চারঘাটকে ৫০ গ্রাম হেরোইন ও ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা হয়েছে।