14.3 C
New York
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

নগরীতে রাসিক ও রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মশালা

নিউজ রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট এবং স্বাস্থ্যবিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন পাইলট প্রোগামেটিক পার্টনারশীপ (পিপিপি) প্রজেক্টের আওতায় মহামারী, অতিমারী প্রস্তুতি এবং প্রতিক্রিয়া, সম্প্রদায় ভিত্তিক নজরদারি (সিবিএস) বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) নগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, সবুজ, পরিচছন্ন নগরী রাজশাহী। ইতোমধ্যে এ নগরীটি দেশের মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য নগরী রূপে স্বীকৃতি লাভ করেছে। পরিবেশ ও স্বাস্থ্যসেবায় রয়েছে নানা সাফল্য। ইপিআই কার্যক্রমে দেশে পরপর দশবার প্রথম হয়েছে। স্বাস্থ্যসেবায় রয়েছে অভাবনীয় সাফল্য। জন্ম নিবন্ধন কার্যক্রমে দেশসেরা হয়েছে রাজশাহী। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি-বাড়ি টিকা রেজিস্টেশন, হাতধোয়া, করোনা আক্রান্তদের খাদ্য বিতরণ, চাহিবামাত্র বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌছে দেয়া, ঔষুধ বিতরণসহ বহুবিধ কাজ সম্পন্ন করেছে রাসিকের স্বাস্থ্যবিভাগ।

করোনা পরিস্থিতি, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিষয়ক এ প্রকল্পটি রাজশাহীসহ আরও চারটি সিটিতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় মহানগরীর কয়েকটি ওয়ার্ডে পাইলট প্রকল্প আকারে কাজ করবে যা আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশা করছি। প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশনের ৪,১৬,১৯,২৪,২৮নং ওয়ার্ডে বাস্তবায়িত হবে। আগামীতে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর সভাপতিত্বে উপস্থিত কর্মশালায় ছিলেন উপবিস্ট ছিলেনবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (স্বাস্থ্য) ড. নাহিদ আহমেদ চৌধুরী, ডেনিস রেডক্রসের হেলথ ম্যানেজার আরিফা আলী হাসনাত, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আমিনা কুইন কস্তুরি, রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রেজাউল করিম রাজু, ডেপুটি সিভিল সার্জন ড. রাফিউল হক রাফী, সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য প্রফেসর সারোয়ার জাহান সজল।

কর্মশালায় রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading