Friday, June 2, 2023

রাজশাহীতে নির্মল রঞ্জণ গুহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

নিউজ রাজশাহী ডেস্কঃ ‘চলো সবাই খেলাধুলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হলো নির্মল রঞ্জণ গুহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের উদ্যোগে শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ মাঠে দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এসময় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন। এছারাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক তৌহিদুর রহমান কিটু প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমিন বলেন, আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রখতে এমন উদ্যোগ প্রায়শই নেয়া প্রয়োজন। এতে করে যুবকরা বিপথগামী হবে না এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।

টুর্নামেন্টের আয়োজক রকি কুমার ঘোষ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জণ গুহের স্মৃতিতেই আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের সমাজের যুবকেরা যেন মাদক থেকে দূরে থাকে এবং সমাজের ভালো কাজের সাথে যেন তারা সবসময় থাকে সেজন্যই এই আয়োজন।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, টুর্নামেন্টটিতে মোট ৭টি দল অংশগ্রহণ করে। সবশেষে ফাইনাল খেলায় জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় শহীদ রফিকুল ইসলাম দুলাল স্মৃতি সংঘ এবং রানার্স আপ হয় জগলু স্মৃতি সংঘ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়