Tuesday, May 30, 2023

সালমান খানের জীবনী নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করবেন তার ‌’প্রেমিকা’

অনলাইন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান নানা কারণেই আলোচিত।প্লে-বয় হিসেবে পরিচিত এই নায়ক এখনও বিয়ে করেননি।বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ মনে করা হয় তাকে।

বলিউড ভাইজানের জীবনী হিসেবে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।যেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হবে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ অভিনেতাকে নিয়ে নির্মিত হবে একটি তথ্যচিত্র। এতে অভিনয়ও করবেন সালমান খান। তথ্যচিত্রটি নির্মাণ করবে একটি বিদেশি প্রযোজনা সংস্থা। রয়েছে আরও বড় একটি চমক।

তথ্যচিত্রের কিছু অংশের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হবে সালমান খানের ঘনিষ্ঠ এক নারীকে। যার সঙ্গে সালমানের প্রেমের সম্পর্কের গুঞ্জনও উঠেছিল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনয়ের মতোই তাকে দিয়ে সালমানের জীবনের কিছু অংশ তুলে ধরা হবে।
তিনি হলেন অভিনেত্রী লুলিয়া ভান্তুর। জানা গেছে, প্রযোজনা সংস্থা থেকে তাকে প্রস্তাবও দেওয়া হয়েছে।

অনেকের ধারণা, তথ্যচিত্রে এ অভিনেত্রীর কল্পনায় সালমানের জীবনের কিছু অংশ দেখানো হবে। কবে এ তথ্যচিত্রের কাজ শুরু হবে, কবে এটি দেখা যাবে, তা এখনো জানা যায়নি।

এদিকে সালমান খান অভিনীত টাইগার সিরিজের তৃতীয় পর্ব মুক্তির অপেক্ষায় রয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়