
নিউজ রাজশাহী ডেস্কঃ জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধান শাহিনুর ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও দুটি সিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। শাহিন নওগাঁর ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জানান, শাহিনুর ইসলামসহ ৪/৫ জনের অবৈধ সিন্ডিকেট নিয়োগের প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।
তিনি আরও জানান, কয়েক দিন আগে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেফতারকৃত শাহিনুর একজন প্রার্থীর থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন ও ভুয়া নিয়োগপত্র দেন।
বিষয়টি র্যাব জানতে পেরে গতরাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।