Sunday, September 24, 2023

রাজশাহীতে গৃহবধূর গোসলের ভিডিও ধারণন করায় যুবকের ১৩ বছর কারাদণ্ড

রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে আরিফুর রহমান আরিফ নামের এক যুবককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১৫ লাখ টাকা জরিমানা করেন বিচারক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে ছিলেন না বলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান।

সাজাপ্রাপ্তার আরিফুর রহমান (৩৮) বগুড়া সদর থানার উপশহর এলাকার মৃত দেওয়ান আক্তারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের জুলাইয়ে আসামি আরিফ ভুক্তভোগী গৃহবধূর বাসায় গোপন ক্যামেরা লাগিয়ে গোসলের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ব্ল্যাকমেল করে পাঁচ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় তার স্বামী মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন ধারায় আসামিকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।

আইনজীবী ইসমত আরা বলেন, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়