Friday, June 2, 2023

রাজশাহীতে যাত্রীবাহী বাসের সিটে লুকিয়ে হেরোইন পাচারের সময় সুপারভাইজার গ্রেপ্তার

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীতে একটি যাত্রীবাহী বাসের সিটের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। অভিনব কায়দায় লুকিয়ে প্রায় ৩০ লাখ টাকার হেরোইন পাচার করা হচ্ছিল। এ ঘটনায় বাসের সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি।

গ্রেফতার সুপারভাইজারের নাম শফিকুল ইসলাম মণ্ডল (৪০)। কুড়িগ্রামের মোগলবাঝার বাঞ্ছারাম মণ্ডলপাড়া গ্রামে তার বাড়ি। তিনি এখন বগুড়ায় থাকেন।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর কাজলা এলাকায় এ অভিযান চালায়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, শফিকুল সুপারভাইজার পেশার আড়ালে রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন পাচার করে নিয়ে যেতেন। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। এবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়েছে।

এ বিষয়ে তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়