Friday, September 22, 2023

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ, অপহরণকারী গ্রেফতার

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী মহানগরীতে অপহৃত কিশোরীকে (১৭) উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় মোঃ হাফিজুর রহমান (২৪) নামের অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় মহানগরীর কাটাখালী থানাধীন মল্লিকপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী এবং অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপহরণকারী মোঃ হাফিজুর রহমান (২৪), নগরীর বেলপুকুর থানার শ্বরুপনগর গ্রামের মোঃ জিহাদের ছেলে।

বুধবার রাতে র‌্যাব- ৫ মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, কিশোরীকে প্রেমের কু-প্রস্তাবসহ নানা ভাবে উত্ত্যক্ত করত অপহরণকারী মোঃ হাফিজুর রহমান। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেয়।

এরই ধারাবাহিকতায় (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কিশোরী মামার বাড়িতে যাবার পথে আসামী মোঃ হাফিজুর রহমান-সহ তার সহযোগী আসামীদের সহায়তায় একটি মাইক্রোবাসে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যপারে কিশোরীর মা মোসাঃ জান্নাতুন নেছা বাদী হয়ে মহানগরীর কাটাখালি থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশের পাশাপাশি র‌্যাব-৫, কিশোরী উদ্ধারে ও আসামী গ্রেফতারে অভিযান শুরু করে।

অবশেষে বুধবার কিশোরীকে উদ্ধার এবং প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, এর সদস্যরা।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়