Wednesday, March 29, 2023

আদমদীঘিতে অটোচার্জারসহ দুই চোর আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ব্যাটারী চালিত অটোচার্জার চুরি করে পালানোর সময় দুই চোরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় অটোচার্জার মালিক উপজেলার কোমারভোগ গ্রামের আব্দুর রউফ বাদি র একটি মামলা করেছে। আটককৃতরা হলো, বগুড়া জেলার কাহালু উপজেলার শিতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও একই গ্রামের মানিক প্রামানিকের ছেলে আসাদুল ইসলাম (২১)

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কোমারভোগ গ্রামের আব্দুর রউফ তার ব্যাটারী চালিত অটোচার্জারটি আদমদীঘি বাসষ্ট্যান্ডে রেখে পাশের একটি দোকানে পাউরুটি নিতে যায়। এসময় ৪ থেকে ৫জন ব্যক্তি তার অটোচার্জারটি চুরি করে পালানোর সময় মিরাজুল ইসলাম ও আসাদুল নামের দুই চোরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়