
আকাশ সরকারঃ আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ অপরাহ্ণে আরএমপি পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।এসএএফ বিভাগ ও পিওএম বিভাগের মধ্যেকার খেলায় পিওএম বিভাগ ৪-৩ গোলে জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি মহোদয় খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।