Saturday, March 25, 2023

রাজশাহীতে ছিনতাইকারির কবলে পড়ে সাংবাদিকের স্ত্রী-কন্যা গুরুতর আহত

সারোয়ার জাহান বিপ্লব: দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী কন্যা শিশুসহ ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ মার্চ) ২০২৩ ইং তারিখে নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম বলেন, তার স্ত্রী নতুন বিলশিমলা বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী দুইটি মোটর সাইকেলযোগে এসে ছিনতাই চেষ্টা চালায়। এতে তারা রিক্সা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। অতিদ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়