
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৬ কেজি গাঁজাসহ মোঃ জীবন হোসেন (২৩) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় তালাইমারী ট্রাফিক মোড় হতে তাকে গ্রেফতার করে এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারী মোঃ জীবন হোসেন নগরীর ছোট বনগ্রাম তিনরাস্তা মোড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।
এ ব্যাপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।