26.5 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

৭২ ঘণ্টার মধ্যে পেনশনের চেক পেল কনস্টেবল পারভেজের পরিবার

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের সময় হামলায় নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজের পরিবারের সদস্যদের হাতে পেনশনের চেক তুলে দেয়া হয়েছে।

মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে বুধবার (১ নভেম্বর) পারভেজের পরিবারের সদস্যদের হাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ তুলে দেন।
ডিএমপির হেডকোয়ার্টারে চেক দেয়ার সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ডিএমপি কমিশনার পারভেজের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।
এ সময় নিহত কনস্টেবলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা প্রকাশ করেন।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল পারভেজ। পরে বিএনপি-জামায়াতের সমাবেশ থেকে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় তার মৃত্যু হয়।
রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়