19.4 C
New York
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

২৪ ঘণ্টায় ২৪৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

ইসরাইলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু মানুষ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন হামাস নেতাদের খোঁজে নাবলুস, হেবরনসহ কয়েকটি শহরে চিরুনি তল্লাশি চালায় ইসরাইলি বাহিনী।

এদিকে, ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা’র দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা হয়েছে। তিন ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে। সেই সঙ্গে ইসরাইলের ‘বর্ণবাদ’ ও ‘গণহত্যা’ তদন্তের পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদের গ্রেফতারে পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।

বুধবার মানবাধিকার সংস্থা আল হক, আল মেজান ও ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে দায়ের করা মামলায় গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলের অবিরাম বিমান হামলার দিকে জরুরিভিত্তিতে দৃষ্টি দেয়ার আহ্বান জানানো হয়।

এক মাসেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ হাজারের বেশি নারী ও শিশু।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading