18.7 C
New York
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

ইসরায়েলকে সমর্থন করায় তুরস্কে নিষিদ্ধ হলো কোকা-কোলা

অনলাইন ডেস্ক :- ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় বিশ্বখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা এবং নেসলের পণ্য নিষিদ্ধ করেছে তুরস্কের সংসদ। সংবাদ মাধ্যম পলেটিকো জানিয়েছে মঙ্গলবার (৭ নভেম্বর) তুরস্কের সংসদে বলা হয়, ‘ইসরায়েলকে সমর্থন দেয়া প্রতিষ্ঠানের পণ্য তুরস্ক ব্যাবহার করবে না’।

সংসদ অধিবেশনে স্পিকার নুমান কুর্তুলমুস এ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষ ও অধিকার কর্মীদের দাবির মুখেই এ সিদ্ধান্ত নিলো তুরস্কের সংসদ। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্কসহ সারাবিশ্বের মুসলিম দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেয়া প্রতিষ্ঠানগুলোর পণ্য বয়কটের ডাক দিয়ে আসছিল। এর মধ্যেই তুরস্কের সংসদ কোকা-কলাকে নিষিদ্ধ করল। অপরদিকে মার্কিন ও পশ্চিমা দেশ ও ঐসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জোরালোভাবে ইসরায়েলকে সমর্থন করে আসছে।

এর আগে, দক্ষিণ গাজ্জার খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজ্জায় ১০ হাজার ৩২৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৪ হাজার ১০০টিরও বেশি শিশু।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading