
গাইবান্ধার সুন্দরগঞ্জে গুপ্তধন ভেবে বোতলসদৃশ বোমা কাটার সময় বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিস্তা নদীর বেলকা ইউনিয়নের জিগাবাড়ি চরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন: জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ মিয়া (২০) ও ছোট ছেলে রিপন মিয়া (১৭)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান সময় সংবাদকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে সিকিমের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ভারত থেকে বিভিন্ন ফার্নিচারসহ মালামাল ভেসে আসলে, নদীর তীরবর্তী লোকজন সেগুলো সংগ্রহ করে। দুপুরে ওই এলাকার চরে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় আব্দুল হাকিম নদীতে ভেসে আসা মাটিতে চাপা পড়ে থাকা একটি বোতলসদৃশ বস্তু পায়।
সেটিকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্নভাবে খোলার চেষ্টা করে। খুলতে না পেরে দা দিয়ে আঘাত করে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়। এতে তার পরিবারের চারজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, এটিকে গুপ্তধন ভেবে পরিবারের সবাই একত্রিত হয়ে কাটতে গিয়ে সবাই একসঙ্গে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।