19.4 C
New York
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখ সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে মুল স্রোতধারায় সম্পৃক্ত রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত রাখতে তাদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োজিত হয়েছেন। তিনি প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করছেন।

রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত ও অতিদ্ররিদ্র মানুষের ক্ষমতায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর সকল শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মমূখী পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের টানা ১৫ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলি ট্যানেল নির্মাণ, রেল সংযোগ, সড়কসমূহের উন্নয়নসহ অনেকগুলি মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যা আজ দৃশ্যমান হয়েছে।

একইভাবে সরকারের সহযোগিতায় রাজশাহী মহানগরীর উন্নয়ন চিত্র পাল্টে গেছে। পুরনো রাজশাহী শহরটি আজ নতুন রূপ পেয়েছে। সরকারের আন্তকিতায় দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

সিটি নির্বাচনে মূল শ্লোগান ছিল ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ আগামী নির্বাচনে আওয়ামী লীগের মূল শ্লোগানে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখেছেন।

সিবিএম গ্লোবাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব।

আলোচনা সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, দৈনিক সোনালী সংবাদ এর সম্পাদক লিয়াকত আলী।

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগমসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সদস্য জাহিদুর রহমান।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading