
বিশেষ প্রতিনিধি
আশাকরি, তিনি ১৮৬০ সালের সোসাইটি আইনে পরিচালিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম-শৃঙ্খলা মেনে একটিভ ভাবে তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।
১০ ফেব্রুয়ারী শুক্রবার সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয় যে- বিএমএসএস যেহেতু সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটিভ সহযোদ্ধাদের নিয়ে পথ চলা, আর্থিক লেনদেন বিহীন সংগঠন; সেহেতু মো: রোকনুজ্জামান সমির দীর্ঘদিন যাবত তার দায়িত্ব পালনে ব্যর্থতা, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পূর্ণ অনুপস্থিত এবং সাংগঠনিক কাজে অনীহা, সর্বোপরি সংগঠনকে সামান্য হলেও মূল্যায়ন করেনা। যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। তাই তাকে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক পদ থেকে বাদ দেয়া হলো। তিনি আজ থেকে সংগঠনের কেউ নন।
রোকনুজ্জামান সমিরের স্থলে শূণ্য পদ সাপেক্ষে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক পদে জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক মো: রনি হোসেন কে দায়িত্ব প্রদান করা হলো।
তিনি আন্তর্জাতিক সমন্বয়কারী হিসেবেও সংগঠনকে গতিশীল করতে দায়িত্ব পালন করবেন।
ধন্যবাদান্তে,
খন্দকার আছিফুর রহমান
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)