6.7 C
New York
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীর পবায় ব্যাংকের নিলাম হওয়া জমি বুঝে পেলেন মালিক

সারোয়ার জাহান বিপ্লব: অবশেষে রাজশাহীর পবায় ব্যাংকের নিলাম হওয়া জমি বুঝে পেলেন ক্রয়কৃত মালিক। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ২০২৩ ইং তারিখে ব্যাংকের কর্মকর্তা ও পবা সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকার মালিক মো. মুরাদ হোসেনকে জমি বুঝিয়ে দেন।

জানা গেছে, পবা উপজেলা আমগাছি গ্রামের মো. এমাজ উদ্দিন মোল্লার ছেলে মো. তাজ উদ্দিন উত্তরা ব্যাংক লিমিটেড নিউমার্কেট রাজশাহী শাখা থেকে ঋণ নেন। তিনি ঋণের বিপরীতে আমগাছি মৌজার জেএল নং ১০৮, দাগনং ৪৩০এর ৩৭ শতাংশ এবং নওহাটা মৌজার জেএলনং ৯৩, দাগনং ১৩৯ এর দশমিক শূন্য ৩৬৪ একর জমি মর্গেজ রাখেন।

নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক ২০২০ সালের ৫ ফেব্রুয়ারী জাতী পত্রিকা সমকাল ও স্থানীয় পত্রিকা সোনালী সংবাদে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিলামের সকল শর্ত মেনে ২০২০ সালের ৩ জুন পবা উপজেলার দাদপুর গ্রামের মো. মোবারক আলীর ছেলে মো. মুরাদ হোসেন উক্ত জমি ক্রয় করেন।

কিন্তু মো. তাজ উদ্দিন উত্তরা ব্যাংক লিমিটেড নিউমার্কেট রাজশাহী শাখার বিভিন্ন গাফেলতির অজুহাত দেখিয়ে মো. মুরাদ হোসেনকে জমি বুঝিয়ে দেন না। ব্যাংক প্রশাসনকে বিষয়টি অবহিত করলে বৃহস্পতিবার ব্যাংক প্রতিনিধি, পবা সহকারি কমিশনার ভূমি ও পবা থানা পুলিশের সহযোগিতায় মো. মুরাদ হোসেন জমি বুঝে পান। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading