8.6 C
New York
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

১৪ এএসপি’র ইউনিটে পদায়ন

নিউজ রাজশাহী ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম বার, পিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মিশনফেরত বাংলাদেশ পুলিশের এ ১৪ কর্মকর্তা পুলিশ সদর দফতরে সংযুক্ত ছিলেন।

এ আদেশের মাধ্যমে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) সীমা রানী সরকারকে জামালপুর জেলায়, ইভানা পারভীনকে পুলিশ সদর দফতরে, কামরুন নেছাকে পুলিশের বিশেষ শাখা, (এসবি) ঢাকায়, মোছা. লিজা বেগমকে ঠাকুরগাঁও জেলায়, এহসান রহমান ভুঁইয়াকে নওগাঁ জেলায়, মনজুরুল আলমকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করে, আবুবক্কর সিদ্দীককে পাবনা জেলায়, তারেক আল মেহেদীকে নড়াইল জেলায়, মতিউর রহমানকে পুলিশের বিশেষ শাখা, (এসবি) ঢাকায়, মুনাদির ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সুমন কান্তি চৌধুরীকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সার্কেলে, শামছুন্নাহারকে এপিবিএন-এ, ড. আশিক মাহমুদকে চট্টগ্রাম সদর সার্কেলে ও জাকিয়া নুসরাতকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

আগামী ১২ মার্চের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিতে আদেশে বলা হয়েছে। তবে কোনো এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা হলে ওই এলাকায় নির্বাচন শেষে এ আদেশ কার্যকর হবে বলেও আদেশে বলা হয়।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading